চারটি হত্যাচেষ্টা ঘটনা সম্পর্কে জানতেন সিহাবপুলিশের হাতে গ্রেফতার হওয়া সিহাব শুদ্ধস্বরের প্রকাশককে হত্যা চেষ্টাসহ আরও ৪টি ঘটনা সম্পর্কে অবহিত ছিলেন বলে জানিয়েছেন গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। আবদুল বাতেন বলেন, সিহাব দীপন হত্যাকাণ্ড ও মোহাম্মদপুরের জঙ্গি আস্তানা থেকে গোলাবারুদ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানতেন বলে পুলিশকে তথ্য দিয়েছেন। সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত শরীফের (মুকুল রানা) বিষয়ে তিনি বলেন, সিহাব জিজ্ঞাসাবাদে শরীফের জড়িত থাকার বিষয়টিও জানিয়েছেন।

বুধবার (২২ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আব্দুল বাতেন জানান, সম্প্রতি শুদ্ধস্বরের প্রকাশককে হত্যা চেষ্টাসহ ৪টি ঘটনায় জড়িত জঙ্গি সিহাব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে রিমান্ডে জিজ্ঞাসাবাদেও পুলিশকে এসব কথা বলেছেন তিনি। সিহাবকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে আবদুল বাতেন বলেন, তিনি চারটি হত্যাকাণ্ডের ঘটনা ‘জানতেন’ বলে পুলিশকে জানিয়েছেন। তাদের প্রশিক্ষণের বিষয়েও অনেক তথ্য দিয়েছেন। তাদেরকে ধর্মীয় কথা-বার্তা বলে রিক্রুট করা হতো। অপারেশনের মানসিক প্রস্তুতি ও মোটিভেশন (প্রণোদনা) দেওয়া হতো। এরপর ফিজিক্যাল (শারীরিক) ট্রেনিং। সবশেষে তাদের চাপাতি ও অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হতো।

কিভাবে সিহাব এ পথে আসলেন- জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘তিনি জানিয়েছেন, ডিগ্রি পড়াশোনার সময় একজন তাকে নানা ধরনের ধর্মীয় কথা-বার্তা বলেছেন। এরপরই তিনি জঙ্গি কার্যক্রমে যোগদান করেছেন’।