আবারো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা উ. কোরিয়ারউত্তর কোরিয়া আবারো দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ দু’টি ক্ষেপণাস্ত্র মাঝারি পাল্লার বলে ধারণা করা হচ্ছে। বুধবার প্রথম দফার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হওয়ায় তারা দ্রুততার সাথে সফলভাবে দ্বিতীয় দফার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ একথা জানায়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথম দফার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর নিশ্চিত করে বলেছে, এটির পরীক্ষা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তবে তারা ইয়োনহাপের দেয়া আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবরটি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।