বাংলাদেশের চট্টগ্রাম ও মংলাবন্দর এবং নৌ ও স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে নেপাল ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে আগ্রহ প্রকাশ করেছে।বাংলাদেশ ও নেপালের মধ্যে ট্রান্সশিপমেন্টের বিষয়ে আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে দু’দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অনুষ্ঠিত বৈঠকে নেপাল এই আগ্রহ প্রকাশ করে।নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা বলা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নৌপরিবহন মন্ত্রণলয়ের সচিব অশোক মাধব রায় এবং নেপালের পক্ষে সে দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব চন্দ্র ঘিমির নেতৃত্ব দেন।বাংলাদেশের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে মংলা ও পায়রাবন্দর, বিআইডব্লিউটিএ’র ও স্থলবন্দরের চেয়ারম্যান, নৌ অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন বীর বিক্রম উপস্থিত ছিলেন।
নেপাল প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে বাংলাদেশস্থ নেপাল দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স সুশীল কে লামসাল, নেপাল ইন্টারমোডাল ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক লক্ষণ বাহাদুর বাসনেত এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ভূবন প্রসাদ আচার্য উপস্থিত ছিলেন।বাংলাদেশ এ লক্ষ্যে উভয় দেশের সমন্বয়ে একটি টেকনিক্যাল কমিটি গঠন এবং কমিটির মতামতের আলোকে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছে।