20-06-16-Kalapara-1

কলাপাড়ার টিয়াখালী নদীতীরসহ নদী দখল করে স্থাপনা তোলা হয়েছে। নোমরহাট বাজার এলাকায় এমন স্থাপনা তোলার দৃশ্য রয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী মহল এভাবে স্থাপনা তোলায় নদীর পরিধি ছোট হয়ে বেদখল হয়ে যাচ্ছে। প্রশাসনের চোখে আঙুল দিয়ে নদী দখল করে স্থাপনা তোলা হলেও অদৃশ্য কারনে ওই স্থাপনা অপসারনে কোন উদ্যোগ নেয়া হচ্ছে না।

বহু আগে বিশাল এলাকাজুড়ে নদীতীর এবং নদীসহ দখল করে এই স্থাপনা তোলা হয়। কিন্তু আজ অবধি কেউ এ স্থাপনাটি অপসারনে এগিয়ে আসেনি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে মানুষ ক্ষুব্ধ রয়েছেন। স্থাপনাটি তোলায় জোয়ারের সময় নদীর ¯্রােতের গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে। এমনিতেই দেশের সকল নদী প্রাকৃতিক কারনে মরে যাচ্ছে। তার উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে দখলদারচক্র। সচেতন মানুষ নদী রক্ষায় এ স্থাপনা অপসারনের দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক কুমার রায় জানান, সরেজমিন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।