গাজীপুরে ট্রাক চাপায় পুলিশের এএসআই নিহত

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে। নিহতের নাম মো. তৈয়বুর রহমান (৪৫)। তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় এএসআই পদে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাতপাড়া এলাকার মৃত আব্দুল আহাদ মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, সিলেটের কর্মস্থল থেকে চারদিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি এসেছিলেন পুলিশের এএসআই তৈয়ুবুর রহমান। ছুটিতে এসে রবিবার ঢাকার এক বেসরকারী বিশ^বিদ্যালয়ে পড়–য়া তার ছেলেকে দেখতে যান তিনি। ছেলের সঙ্গে দেখা করে তিনি রাতে মোটর সাইকেলযোগে টাঙ্গাইলের বাসায় যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার ভ’মি ফিলিং স্টেশনের পাশে পৌছলে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পুলিশের এএসআই তৈয়ুবুর রহমান আহত হন। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালক পলাশ খন্দকারকে (৩০) গ্রেফতার করেছে। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।