Gazipur-(1)- 19 June 2016-Court (Death Sentence)-3

গাজীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে হত্যার দায়ে অপর এক বিশ^বিদ্যালয়ের ছাত্রকে ফাঁসিতে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে দন্ডপ্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রবিবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তের নাম বিক্রম চন্দ্র সরকার ওরফে বিজয় সরকার (২৫)। সে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট কাঞ্চনপুর এলাকার রামপদ মনি দাসের ছেলে এবং সাভারের গণবিশ্ববিদ্যালয়ের বিবিএ ক্লাসের ছাত্র।

গাজীপুর আদালতের পিপি অ্যাডভেকেট হারিছ উদ্দিন আহমেদ জানান, মানিকগঞ্জের সাটুরিয়া থানাধীন রামরাবন এলাকার সাগর চন্দ্র মনি দাসের মেয়ে কবিতা মনি দাস (১৪) কালিয়াকৈরের বোর্ডঘর উত্তর গজারিয়া এলাকার জনতা বিজয় স্বরণী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্রী। কবিতার মা বাবা সাভারের এনাম মেডিকেলে চাকুরি করার কারণে কবিতা কালিয়াকৈরে কাঞ্চনপুর এলাকায় তার নানার বাড়ি থেকে ওই স্কুলে লেখাপড়া করতো। স্কুলে যাওয়া আসার পথে কবিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায়ই বিরক্ত করতো স্থানীয় যুবক বিক্রম। কিন্তু কবিতা বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছিল। এঘটনা বিক্রমের বাবা-মাকে জানালে বিক্রম ক্ষুব্ধ হয়।

Gazipur-(1)- 19 June 2016-Court (Death Sentence)-1এঘটনার পর গত বছরের (২০১৫ সাল) ১৩ অক্টোবর দুপুরে টেস্ট (নির্বাচনী) পরীক্ষা দেয়ার জন্য কবিতা বাসা থেকে স্কুলে যাচ্ছিল। সে স্কুল গেইটের সামনে পৌছলে বিক্রম চাকু দিয়ে কবিতার বুকে, পেটে ও হাতে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। কবিতার চিৎকারে শিক্ষক ও সহপাঠিরা এগিয়ে এসে আহত কাবতাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিতাকে মৃত ঘোষণা করেন। এসময় ঘটনাস্থল থেকে বিক্রমকে চাকুসহ আটক করে পুলিশে সোপর্দ করে শিক্ষার্থী ও স্থানীয়রা। এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামালা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুর রহমান রাসেল তদন্ত শেষে ওই বছরের ২৮ ডিসেম্বর অভিযুক্ত বিক্রম সরকারের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। পরে গত ২৫ মে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। আদালত ওই মামলায় শুনানী ও ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে রবিবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ.কে.এম এনামুল হক রায় ঘোষণা করেন। আদালত রায়ে একমাত্র আসামি বিক্রম চন্দ্র সরকার ওরফে বিজয় সরকারকে দোষী সাব্যস্ত করে তাকে পেনাল কোডের ৩০২ ধারায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি বিক্রম আদালতে উপস্থিত ছিল।

রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভেকেট হারিছ উদ্দিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোঃ ফজলুল হক।