roni

ইউনিয়ন পরিষদের ভোটের সময় গ্রেপ্তার চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ।রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা হাটহাজারী থানার এসআই দেলোয়ার হোসেন।

আদালত পুলিশের পরিদর্শক এইচএম মশিউর রহমান বলেন, অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় করা মামলায় রনিকেই একমাত্র আসামি করা হয়েছে। অভিযোগপত্রে ২৩ জনকে সাক্ষী করা হয়েছে।৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল কেন্দ্রের বাইরে থেকে ভোটের সিলসহ রনিকে আটকের পর দায়িত্বরত বিচারিক হাকিম হারুনর রশিদের ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের দন্ড দিয়ে কারাগারে পাঠায়।আটকের সময় এই ছাত্রলীগ নেতার কাছে একটি নাইন এমএম পিস্তল ও ১৫টি গুলি পাওয়ার কথা জানিয়ে পরে পুলিশ অস্ত্র আইনে একটি মামলা করে।

ভোটে প্রভাব বিস্তারের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া দন্ডে জামিনের আবেদন করলে ২৫ মে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ নুরুল হুদা তা মঞ্জুর করেন।পরে ১৩ জুন অস্ত্র আইনের মামলায়ও রনিকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট।তবে রোববার পর্যন্ত কারাগারে জামিনের কাগজপত্র এসে না পৌঁছায় রনি ছাড়া পাননি বলে চট্টগ্রাম কারাগারের জেলার মাহবুবুল আলম জানিয়েছেন।