ফাহিম ১০ দিনের

মাদারীপুর সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় আটক ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।শুক্রবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন। পুলিশের পক্ষ থেকে আদালতে ১৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। পরে আদালত থেকে ফাহিমকে কড়া পুলিশী প্রহরায় সদর থানায় নেওয়া হয়।মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) সুকদেব রায় জানান, হিন্দু শিক্ষকের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।এর আগে বৃহস্পতিবার রাতে পুলিশের পক্ষ থেকে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়।

গত বুধবার বিকেলে সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী হোস্টেলের সামনে ওই কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় হামলা চালায় তিন দুর্বৃত্ত। হামলা শেষে পালিয়ে যাওয়ার সময় গোলাম সাইফুল্লাহ ফাহিম (২০) নামে একজনকে আটক করা হয়।গুরুতর জখম অবস্থায় প্রভাষক রিপন চক্রবর্তীকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।