নোয়াখালীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে বটগ্রামে বাড়িতে ঢুকে আসিফ উদ্দিন শান্ত (২১) নামে নোয়াখালী সরকারী কলেজের অর্নস ২য় বর্ষের এক ছাত্রকে গুলি করে হত্যা হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১টার দিকে ওই ইউনিয়নের বটগ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শান্ত ওই ইউণিয়নের বটগ্রামের মুজিব মন্সী বাড়ির সাহাব উদ্দিনের ছেলে। ওই সময় আহত হয়েছে আরো ৩জন।

নিহতের মামা হাবীবুর রহমান জানান, গত বুধবার বিকালে আমার ছোট ভাগিনা শাওন বাড়ির সামনে রাস্তার পাশে নোকিয়া মোবাইলে গেমস খেলছিল। ওই সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে এলাকার সন্ত্রাসী শাহেদ সহ ৩জন আসছিল। শাওনকে দেখে মোটরসাাইকেল থামিয়ে নাম ও বাড়ির নাম জিজ্ঞেস করে। পরে সন্ত্রাসী শাহেদ শাওনকে মিথ্যা কথা বলছিঁছ বলে মারধর করে থাকে। পরে শাওন ভয়ে দৌড় দিয়ে মুজিবুর রহমানের কনক্টেরের বাড়িতে ঢুকে সন্ত্রাসী শাহেদ ও তার সহপাঠীরা ওই বাড়িতে ঢুকে পড়ে। ওই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে সন্ত্রাসী শাহেদসহ অপরদেরকে ধাওয়া করে ও মারধর করে। ওই মারধর দেয়াকে কেন্দ্র করে

বৃহ¯পতিবার রাত ১টার দিকে সন্ত্রাসী শাহেদসহ অপর সন্ত্রাসীর১২/১৫জন এসে মুজিব মুন্সী বাড়ি ঘরকে কুপিয়ে ও গুলি করতে থাকে। এক পর্যায়ে ঘরের ভিতরে ঢুকে শান্তকে গুলি করে। ওই বাড়ির লোকজনের আতœচিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসী এলোপাতাড়ি ছুড়লে গুলিতে আরো ৩ জন আহত হয়। পরে সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। শান্তকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সোনাইমুড়ী থানার এস আই নজরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের পরিবার মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার জহিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।