গাইবান্ধায় ফেসবুকে প্রধানমন্ত্রীর পাশে নগ্নছবি, আটক ১ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবির পাশে নগ্নছবি সংযুক্ত করে প্রচারের অভিযোগে জেলার গোবিন্দগঞ্জে বায়োজিদ মণ্ডল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে তার বাড়ি রাজাহার ইউনিয়নের পূর্বপাড়া গ্রাম থেকে আটক করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে তার ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ সম্পর্কে বিভিন্ন অশোভনীয় কটূক্তি করে আসছিল। সম্প্রতি তিনি তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে সম্মানহানীকর একটি নগ্নছবি সংযুক্ত করে পোস্ট করে।

এ ব্যাপারে রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ সকালে বায়োজিত মণ্ডলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।