হাজারো মানুষের সামনে গাইছিলেন আমেরিকার জনপ্রিয় রকস্টার মিট লোফ। গাইতে গাইতে হঠাৎ স্টেজেই ঢলে পড়লেন এই সঙ্গীতশিল্পী ও অভিনেতা। চারদিকে তাকে নিয়ে হুড়োহুড়ি লেগে যায়। ঘটনাটি ঘটেছে কানাডার এডমনটনের নর্দার্ন জুবিলি অডিটোরিয়ামে। প্রাথমিকভাবে ‘হার্ট অ্যাটাক’-ই চিহ্নিত করেছে চিকিৎসকরা।
বিশ্বখ্যাত দৈনিক দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবর মারফত জানা গেছে, সঙ্গীত পরিবেশন করতে কানাডা গিয়েছিলেন আমেরিকার জনপ্রিয় রকস্টার ও অভিনেতা মারভিন লি অ্যাডে। যিনি মিট লোফ নামেই বিশ্বে পরিচিত। কথামত কানাডার এডমনটন শহরের নর্দার্ন জুবিলি অডিটোরিয়ামে হাজারো দর্শকের সামনে গাইছিলেন এই শিল্পী। কিন্তু হঠাৎ করেই বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ন’টার দিকে গানের মধ্যে স্টেজেই ঢলে পড়েন তিনি। এসময় দৌড়ে এসে তার সাথে বাজাতে থাকা যন্ত্রশিল্পীরা তাকে ধরেন।
https://www.youtube.com/watch?v=x02aokILhEE
স্টেজে ঢলে পড়ার পর পরই কনসার্ট থামিয়ে দেয়া হয়। এসময় অডিটরিয়ামের বাইরে একাধিক এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের দলকে ঘুরতে দেখা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। কনসার্টে একজন প্রত্যক্ষদর্শী লিন্ডসে সান্ডমার্ক। এডমন্ড জার্নালকে ওই প্রত্যক্ষদর্শী জানান, মিট লোফ সেসময় কনসার্টে গাইছিলেন ‘আই উড ডু এনিথিং ফর লাভ’ গানটি। কিন্তু গাওয়ার মাঝখানেই তিনি হঠাৎ করেই স্টেজেই পরে যান।
অন্য আরেকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে দ্য গার্ডেন জানায়, মিট লোফ যখন গাইছলেন তখন হঠাৎ করে গানের মাঝখান থেকে পরে যাওয়ার ঘটনায় আমরা মনে করে ছিলাম যে এটা তার পারফর্মেরই একটা অংশ। কারণ তিনি গানের সাথেতো পারফর্মও করে থাকেন। কিন্তু পরক্ষণই বোঝতে পারলাম যে ওটা পারফর্ম নয়, সত্যি সত্যিই পরে জ্ঞান হারিয়ে স্টেজে পরে গেছেন তিনি।
প্রসঙ্গত, অসুস্থতার কারণে গত সপ্তাহের প্রথমে মোস জো ও ক্যালগেরিতে দুটো কনসার্ট বাদ দিয়ে দেন ৬৮ বছর বয়সী এই তারকা শিল্পী ও অভিনেতা। বেস্ট সেলিং আর্টিস্ট হিসেবে সর্বকালের সেরাদের তালিকায় আছে তার নাম। বিশ্বে তার সবচেয়ে জনপ্রিয় ব্যাট অব হেল এবং আই ডু এনিথিং ফর লাভ। যার একটি গেয়েই তিনি স্টেজেই ঢলে পড়েন।