মুসলমানদের পবিত্রস্থান মদিনার মসজিদে নববীতে ১০০ বছরের পুরনো একটি বাল্বের সন্ধান পাওয়া গেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে বাল্বটির ছবি ছড়িয়ে পড়লে চতুর্দিকে হৈচৈ পড়ে যায়। খবর আরব নিউজের বাল্বের গায়ে খোদাই করা তথ্যানুযায়ী, এটির বয়স আনুমানিক ১১২ বছর। ঠিক একই সময়ে আরব উপদ্বীপে বিদ্যুৎ প্রবেশ করে। মদিনা পৌরসভার ওয়েবসাইট অনুযায়ী, ১২৬৫ ও ১২৭৭ হিজরীর মাঝামাঝি সময়ে অটোমান শাসক সুলতান আব্দুল মজিদের শাসনকালে মসজিদের প্রসার ঘটানো হয়। ওই সময় তেলবাতি ব্যবহৃত হতো। তার শাসনকালেই মসজিদটিতে বিদ্যুতের সংযোগ ঘটে।
আর ১৩২৬ হিজরীর ২৫ শাবান মসজিদে নববীতে বৈদ্যুতিক বাল্বটি লাগানো হয়। পরে ১৩৭০ ও ১৩৭৫ হিজরীর মাঝামাঝি সময়ে বাদশাহ আব্দুল আজিজের শাসনকালে মসজিদে নববীর আরও প্রসার ঘটে। এ সময়ে মসজিদে আলোর জন্য বিশেষ পাওয়ার স্টেশন স্থাপন করা হয়। ফলে মসজিদটিতে বাল্বের সংখ্যা গিয়ে দাঁড়ায় ২ হাজার ৪২৭টিতে। উল্লেখ্য, হযরত মুহাম্মদ (সা.) মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরই এর স্থান। মুহাম্মদ (সা) হিজরত করে মদিনায় আসার পর এটি নির্মিত হয়। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ মসজিদ। পরে মুসলিম শাসকরা মসজিদটির সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেন। ১৯০৯ সালে আরব উপদ্বীপের মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়।