o-kader_40469 (1)

যানজট নিরসনে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন একজন শিশুর চিকিৎসার খোঁজ-খবর নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।মন্ত্রী বলেন, রাজধানীতে যানজট নিরসনে এক হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। তারা কাজলা, ভুলতা ও সাভারের আশুলিয়াসহ ১৪টি পয়েন্টেও কাজ করবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত সরকারে প্রকাশ্য শত্রুতার মাধ্যমে সরকারে অর্জনকে ম্লান করতে ব্যর্থ হয়ে গোপন শত্রুতার পথ বেছে নিয়েছে।তিনি বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে ব্যবহার করে খ্রিস্টান নাগরিক ও হিন্দু পুরোহিতকে টার্গেট করে হত্যা করছে। বিদেশে সরকারের মিত্রদের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য তারা এ পরিকল্পনা করেছে।আওয়ামী লীগের এ নেতা বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদ দেশের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এ কর্মশালায় পরিকল্পনা গ্রহন করে তা বাস্তবায়ন করতে হবে।

এর আগে ফেসবুকে চট্টগ্রামের বান্দরবান সদরের চিংরু মরো নামের ১১ মাস বয়সী ওই শিশুর মুখে বিশাল টিউমার দেখতে পান মন্ত্রী। পরে তিনি নিজেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নেন। রোববার (১২ জুন) তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।