1465826512রমজানের ৭তম দিনে কূটনৈতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ইফতারের অনুষ্ঠানস্থলে পৌঁছে বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন খালেদা জিয়া। ইফতার পূর্ব বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।এসময় মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা এম এ মালেক। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ওয়েস্ট্রিন হোটেলে এ ইফতার মাহফিলের আয়োজন করেন বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বানির্কাট, যুক্তরাজ্যের হাইকমিশনার ব্লেক অ্যালিসন, নরওয়ের রাষ্ট্রদূত মেরেতো লুনডেমো, ইতালির মারিও পালমা, কুয়েতের রাষ্ট্রদূত আবদেল মোহাম্মদ এ এইচ হায়াত, সংযুক্ত আরব আমিরাতের সাইদ বিন হাজার আল শাহি।

ঢাকায় কূটনীতিক কোরের ডিন মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত, পাকিস্তানের সুজা আলম, ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অ্যাবট, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন ওই টেবিলে একসঙ্গে ইফতার করেন। এছাড়া ইফতার পার্টিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়,বিএনপির ভাইস চেয়ারম্যান মোর্শেদ খান,সাবেক রাষ্ট্রদূত মোহাম্মাদ আল হারুন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ,আব্দুল আউয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডবোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল, ড. সুকোমল বড়ুয়া, ড. মোস্তাহিদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহউদ্দিন আহমেদ, শাহদীন মালিক, ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, ড. জাফরুল্লাহ, ব্যারিস্টার ফাহানা রুমিন, প্রমুখ।