সাঁড়াশি অভিযান ৪৮ জঙ্গিসহ গ্রেপ্তার ২১৩২

সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে সারা দেশে ২ হাজার ১৩২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৪৮ জনকে। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান এ তথ্য জানিয়েছেন।এর আগে গত শুক্রবার সকাল থেকে সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযানে সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ৩ হাজার ১৯২ জনকে। তাদের মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হয়েছে ৩৭ জন। এ নিয়ে গত দুই দিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হলো ৫ হাজার ৩২৪ জন, যার মধ্যে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে ৮৫ জনকে।শুক্রবার থেকে সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। রোববার অভিযানের তৃতীয় দিন চলছে।

দ্বিতীয় দিনে গ্রেপ্তারকৃত জঙ্গিবাদে অন্যদের মধ্যে ১ হাজার ৪৯৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আর নিয়মিত মামলার আসামি ৫৮৮ জন।প্রথম দিনে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩৭ জনের মধ্যে ২৭ জন জেএমবি ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের সাতজন রয়েছে। বাকি তিনজনের পরিচয় সম্পর্কে জানায়নি পুলিশ সদর দপ্তর। ওই দিন গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানার ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলার ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলার ১৯ জন ও মাদক উদ্ধার মামলার ৩৫৮ জন রয়েছে সন্ত্রাস ও জঙ্গি দমনের লক্ষ্যে সারাদেশে চলমান সাঁড়াশি অভিযানে শনিবার (১১ জুন) রাত থেকে রোববার (১২ জুন) বিকেল পর্যন্ত ১৬ জেলায় এক হাজার ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সপ্তাহব্যাপী এ অভিযানের দ্বিতীয় দিন রাত থেকে তৃতীয় দিন বিকেল পর্যন্ত গ্রেফতারকৃতদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য ও নাশকতাসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে।

টাঙ্গাইল : দেশ জুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩য় দিন শনিবার রাত থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত পলাতক এক জেএমবি সদস্যসহ ৬৮ জনকে আটক করেছে পুলিশ। এই তালিকাভুক্ত জেএমবি সদস্য মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের আদাবাড়ী গ্রামের ইসাক আলীর ছেলে আকরামুল ইসলাম (২৬)। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, আকরামুলের বিরুদ্ধে ঢাকার সবুজবাগ থানায় ২টি অস্ত্র, বিস্ফোরক ও নিউমার্কেট থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি হবিগঞ্জে তার বিরুদ্ধে ৫টি মামলা থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বগুড়া: বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৫ জঙ্গী ও ৮ জামায়াত শিবির ক্যাডার সহ বিভিন্ন মামলায় ৮৬ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত জঙ্গী সদস্যরা হলো-শহিদুল(৩৮),মোসাদ্দের ওরফে মিজু(৩৮),একরামুল(২৮), গোলাম মোস্তফা ঝুমুর(২৯) ও রফিকুল ওরফে পলাশ(২৬)।পুলিশ জানায়, সদর সহ জেলার সব উপজেলায় এই অভিযান চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে বগুড়া সদর এলাকা থেকে ২০ জন। এছাড়া অন্য থানা এলাকা থেকেও বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে।

নওগাঁ : গোলাপ খন্দকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে অস্ত্রসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন (জেএমবি) সদস্য ও একাধিক মামলার আসামি আবুল হোসেন (৩২) কে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিলাবাদুড়ী গ্রামের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল হোসেন তিলাবাদুড়ী গ্রামের আলহাজ্ব মেছের আলীর পূত্র।
এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদোজ্জা জানান, আবুল হোসেন ২০০৪ সালে সর্বহারে নিধন নামে বাংলাভাইয়ের (জেএমবি) তান্ডব অর্থাৎ খুন, নির্যাতন, ঘর-বাড়ি লুটপাট করার সময় সক্রিয় অংশগ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে জানাযায়, জেএমবি সদস্যদের নিয়ে এলাকায় নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর জন্য চেষ্টা চালাচ্ছেন জেএমবির ক্যাডার আবুল হোসেন। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তার নিজ গ্রামের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোয়ামিল ঘর থেকে একটি এলজি ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রবিবার তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জাতীয়

মেহেরপুর: মেহেরপুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যসহ বিভিন্ন মামলান ২০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১১ জুন) রাত থেকে রোববার (১২ জুন) ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত জেএমবি সদস্যের নাম আবু তালেব (৫০)। পুলিশ সুপার হামিদুল আলম এসব তথ্য জানিয়েছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের তিন কর্মীসহ ৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি। জেলা পুলিশের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।চট্টগ্রাম: জেলার বিভিন্ন থানায় জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে ২২০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত-শিবিরের ১১ জন সন্ত্রাসী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সাঁড়াশি অভিযান চালিয়ে শামীম মিয়া (৫২) নামে এক জেএমবি সদস্যসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. আব্দুল কাইয়ূম জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশ জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।খুলনা: খুলনায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতাকর্মীসহ ১০১ জনকে আটক করে পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু এ তথ্য জানিয়েছেন।

বরগুনা: বরগুনায় পুলিশের সাঁড়াশি অভিযানে জেএমবির সক্রিয় সদস্য শহিদুল ইসলামসহ ৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে।শুক্রবার বিকেল থেকে রোববার (১২ জুন) বিকেল ৩টা পর্যন্ত বরগুনার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এসময় বরগুনা সদরে ১৬, আমতলীতে ১৩, তালতলীতে ১৩, বেতাগীতে ছয়, বামনায় ছয় ও পাথরঘাটায় ২২ জনকে গ্রেফতার করা হয়। বরগুনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা বাবুল আক্তার বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

বাগেরহাট: বাগেরহাটে বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত কর্মী ও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাটের এসপি মো. নিজামুল হক মোল্যা এ তথ্য জানিয়েছেন।দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুরের এসপি রুহুল আমিন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন জেএমবি সদস্য ও দুইজন জামায়াতের সদস্য রয়েছে।ঝিনাইদহ: ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে জায়ামাতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

লালমনিরহাট: লালমনিরহাটে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৩১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সোহরাওয়ার্দি বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

নোয়াখালী: সাঁড়াশি অভিযানে নোয়াখালীতে জামায়াত-শিবির ও বিএনপি কর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন এসপি ইলিয়াছ শরীফ।টাঙ্গাইল: পুলিশের বিশেষ অভিযানে টাঙ্গাইলের বিভিন্ন এলাকা থেকে জেএমবি সদস্যসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াত নেতাকর্মীসহ নিয়মিত বিভিন্ন মামলার ৪৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। অতিরিক্ত এসপি মোহাম্মদ ইউসুফ আলী বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নাটোর: নাটোরে পুলিশের বিশেষ অভিযানে শিবিরের তিন কর্মীসহ বিভিন্ন মামলার ৫০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসপি শ্যামল কুমার মুখার্জি বিষয়টি নিশ্চিত করেছেন।পঞ্চগড়: পঞ্চগড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যসহ বিভিন্ন মামলার ২২ আসামিকে আটক করেছে পুলিশ।কুষ্টিয়া: কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে জেএমবির এক সদস্য ও জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীসহ ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসপি প্রলয় চিসিম বিষয়টি নিশ্চিত করেছেন।চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের পাঁচ থানায় বিশেষ অভিযান চালিয়ে জেএমবি সদস্যসহ ৪৩ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে। বরিশাল: বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে ৫২ জনকে আটক করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন এলাকা থেকে ২৯ জন ও জেলার অন্যান্য এলাকা থেকে ২৩ জনকে আটক করেছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আবু সাঈদ ও পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।