হাসানুল হক ইনুজাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। রোববার (১২ জুন) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হুমকির সঙ্গে জড়িত তা জানা যায়নি। এ বিষয়ে জাসদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ হিল কাইয়ুম দৈনিকবার্তাকে জানান, রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে কলাপ্সিবল গেটের ফাঁক দিয়ে অজ্ঞাতরা একটি প্যাকেট ফেলে রেখে যায়।

এর পর সকালে অফিসের স্টাফরা প্যাকেটটি দেখতে পান। প্যাকেট খুলে দেখেন ভেতরে একটি কাফনের কাপড় এবং ক্রস চিহ্ন দেয়া তথ্যমন্ত্রীর একটি ছবি। প্যাকেটের ভেতর পাওয়া একটি কাগজে লিখা ছিল- আল্লাহর আইন অমান্যকারী ইনু মৃত্যুর জন্য প্রস্তুত হও। কাইয়ুম আরো জানান, আমি নিজেই বিষয়টি পল্টন থানাকে জানিয়েছি। খবর পেয়ে থানা কর্তৃপক্ষ প্যাকেটটি জব্দ করে নিয়ে গেছে।