রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ইফতার করলেন খালেদা জিয়া

পবিত্র রমজানের পঞ্চম দিন শনিবার (১১ জুন) রাজনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) রাজনীতিকদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক দলের প্রধান ও শীর্ষ নেতারা অংশ নেন।

অংশ নেন সমমনা রাজনৈতিক দলের সভাপতি,সাধারণ সম্পাদক,চেয়ারম্যান,মহাসচিব ও প্রতিনিধিরা।ইফতার মাহফিলে ২০ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন- জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মহাসচিব সালাহ উদ্দিন মতিন, এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাঈফুদ্দিন আহমেদ মণি, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান এ এইচ এম কামরুজ্জামান খান, মহাসচিব শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সভাপতি মুফতি মুহম্মদ ওয়াক্কাচ, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সাঈদুল ইসলাম, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রি. জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সেলিমা রহমান,চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ইতোমধ্যে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়। রোববার একইস্থানে পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করবেন খালেদা জিয়া।