panama canelপানামা খাল পরিচালনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, জাহাজ চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তারা তুলে নিয়েছে। প্রচন্ড খরার কারণে পানির স্তর কমে যাওয়ায় গত এপ্রিল মাসে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। পানামা খাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, বর্ষাকাল শুরু হওয়ায় খালের পানির স্তর অনেক বেড়ে গেছে। এতে খালে জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় ১২.০২ মিটার পানির প্রবাহ ফিরে এসেছে।

উল্লেখ্য, এল নিনোর প্রভাবে তিন বছর ব্যাপক খরার কারণে খালের পানি অনেক কমে যাওয়ায় সেখানে জাহাজ চলাচলের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। উল্লেখ্য, পানামা খাল দিয়ে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ টি জাহাজ চলাচল করে থাকে। এ সংখ্যা বিশ্বের সামুদ্রিক বাণিজ্যিক জাহাজ চলাচলের প্রায় ৫ শতাংশ।