Gazipur-(2)- 09 June 2016-Three Fake Journalist Arrest

গাজীপুরের কালীগঞ্জে চাঁদাবাজিকালে তিন ভূয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাদেরকে দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো- নরসিংদী জেলা সদরের গোড়াদিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী ও ভেলানগর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান প্রধান এবং একই জেলার মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মো. হারুন-অর-রশিদ।

এলাকাবাসি ও কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক জানান, নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তিন ব্যাক্তি বুধবার দিবাগত রাতে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টারে গিয়ে চাঁদাবাজি করছিল। তারা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনোষ্টিক সেন্টারে গিয়ে চাঁদা দাবী করে। তাদের আচরনে সন্দেহ হওয়ায় স্থানীয় জনতা এসময় ওই তিনজনকে আটক করে। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় বৃহস্পতিবার বিসমিল্লাহ ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপক বাবলু কাজী বাদী হয়ে কালীগঞ্জ থানায় চাঁদাবাজির একটি মামলা (নং ১৩) দায়ের করেন। তাদেরকে গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে ইউসুফ সাপ্তাহিক দূর্ণীতি কণ্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি, মজিবুর অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড ক্রাইম নিউজের সাব-এডিটর ও হারুন স্টাফ রিপোর্টার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন। কিন্তু এর কোন প্রমান না পেয়ে ছদ্ম বেশে চাঁদাবাজির আশ্রয় নেয়ায় তাদের নামে চাঁদাবাজির মামলা হয়েছে। ওই মামলায় দুপুরে তাদের কোর্টে পাঠানো হয়েছে।