আফগানিস্তানেরপূর্বাঞ্চলের একটি আদালত প্রাঙ্গনে বন্দুকধারীদের হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৯ জন। রোববার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।নিহতদের মধ্যে ওই আদালতটির আপিল বিভাগের নতুন প্রধানও রয়েছেন।
জানা যায়, আদালত প্রাঙ্গনে এসে অতর্কিত গুলি চালায় তিন হামলাকারী। এ সময় ঘটনাস্থলে পাঁচজন নিহত হন এবং আহত হন আরও ১৯ জন। পরে ঘটনাস্থল থেকে পালানোর সময় দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা পড়েন তারা।এদিকে এ হামলার কিছুক্ষণ পর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তালেবান জঙ্গিগোষ্ঠী। বিবৃতিতে তারা জানায় মে মাসে তাদের ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে।