শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এক স্মরণ সভার আয়োজন করে। শুক্রবারএ উপলক্ষে তাঁর ভাস্কর্যসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ শেখ রাসেল ভাস্কর্যে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
শিল্পাচার্যের মৃত্যুবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী, আলোচনা অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিল্পাচার্যের বর্ণাঢ্য জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন দেশবরেণ্য শিল্পী হাশেম খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনজুরুর রহমান, বিশিষ্ট ডিজাইনার চন্দ্রশেখর সাহা, ঢাকা সিটি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মইনুদ্দীন খালেদসহ অনেকে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। বিপুলসংখ্যক দর্শক অনুষ্ঠানমালা উপভোগ করেন।