কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প পোস্টমাস্টার নিয়ে তৈরি হচ্ছে শিশুতোষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পোস্টমাস্টার”। তারুণ্যের রবীন্দ্রনাথ স্লোগানে পোস্টমাস্টার চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ নির্মাতা সুপিন বর্মন। পোস্টমাস্টার ছোটগল্পটিকে ঠিক রেখে এর চিত্রনাট্য, সংলাপ ও চরিত্র সংযোজনের কাজটিও করেছেন পরিচালক নিজেই। বগুড়া জেলার বিভিন্ন লোকেশনে এরই মধ্যে পোস্টমাস্টার চলচ্চিত্রটির স্যুটিং শেষ হয়েছে। তরুণ পোস্টমাস্টার ও কাজের মেয়ে রতনের একটি আবেগী গল্প নিয়েই এগিয়ে যায় পোস্টমাস্টার চলচ্চিত্রের কাহিনি। ৩৫ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটিতে দেখা যাবে কলকাতার শহুরে পরিবেশে বেড়ে ওঠা তরুণ পোস্টমাস্টার দায়িত্ব নিয়ে চলে আসে উলিপুর নামক এক প্রত্যন্ত গ্রামের পোস্ট অফিসে। অফিসের পিয়ন রমাকান্তের আন্তরিকতা আর কাজের মেয়ে অনাথ বালিকা রতনের মায়াভরা মুখের অভিব্যক্তি মাস্টারকে এ নির্জীব পরিবেশে বসবাস করার সাহস যোগায়। রতনের ভাষা দক্ষতা আর চঞ্চলতায় ধীরে ধীরে রতন আর পোস্টমাস্টারের ভিতরে গড়ে ওঠে ভাব। মাস্টার ফিরে পায় তার শৈশবকে। কাজের ফাঁকে ফাঁকে দুজন চষে বেড়ায় গ্রামের সবুজ মেঠোপথ আর শ্যামল মাঠ। নতুন বাবুর ¯েœহাশীষ পেয়ে রতন ভুলে যায় তার দু:খকে। সজীবতা ফিরে পায় জীবনে। নতুন বাবু রতনকে পড়াতে শেখায়। রতন আনন্দে সে শিক্ষা গ্রহণ করে। একদিন বৃষ্টির জ্বলে ভিজে নতুন বাবুর গায়ে জ্বর আসে। রতন রাত জেগে মাথায় জলপট্টি দিয়ে মাতৃত্বের ¯েœহে সুস্থ করে তোলে নতুন বাবুকে। নতুন বাবু সিদ্ধান্ত নেয় বাবা মা পরিবার ছেড়ে এ গ্রামে থাকা তাঁর পক্ষে আর সম্ভব নয় তাই বদলির জন্য আবেদন করে সে। বদলির আবেদন মঞ্জুর হয়। রতন জানতে পারে নতুন বাবু আর থাকবে না। কোমল মনে আবারো কষ্টের ছেদ পড়ে যায় রতনের। রতনের সুখের অতীত স্মৃতি রাতটাকে করে দেয় আরো অন্ধকার আরো ভয়ংকর। পরেরদিন সকালে নতুন বাবু সবকিছু গুছিয়ে নিয়ে চলে যেতে থাকে নিজ শহরে। বিদায় ক্ষণে নতুন বাবুর চোখ ছলছল করে। রতনের মায়াবী নিষ্পাপ চাহনী দাগ কাটে মনে। তবুও চলে যেতে হয় এটাই নিয়ম। রতন নতুন বাবুর চলে যাওয়ার পথে নির্বাক তাকিয়ে রয়, কষ্টের সে চাহনী শুন্য আকাশকে করে অর্থময়। রতন আর নতুন বাবুর আবেগী মানবিক সহজ সরল ভালবাসার এক সাহসী অভিব্যক্তি পোস্টমাস্টার চলচ্চিত্র যা দর্শকের মনে অন্যভাবে দাগ কাটবে। সাহিত্য নির্ভর গল্পসমৃদ্ধ পোস্টমাস্টার চলচ্চিত্রটির কাব্যিক চরিত্রায়নের সাহসী ভূমিকায় রয়েছেন- রিয়া, বিধান কৃষ্ণ রায়, সাদেকুর রহমান সুজন, মন্দ্রিতা, খন্দকার এনাম এবং ইয়া। সহকারি পরিচালক হিসেবে কাজ করেছেন শোভন চন্দ্র,সরদার হামিদ এবং সিজুল ইসলাম। আগামি ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবসে স্যাটেলাইট চ্যানেলে পোস্টমাস্টার চলচ্চিত্রটি প্রচারিত হবে।
পোস্টমাস্টার নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...