বাংলাদেশ সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান আজ রোববার ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদরদফতরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্ক ও সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এরপর চীনা প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে ৩৯ সদস্যের প্রতিনিধিদল নৌ সদরদফতরে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বিমান সদর দফতরে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতসহ সেনা, নৌ ও বিমান সদরের পিএসওগণ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে, চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চ্যাং ওয়ানকুয়ান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তিন বাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।
উল্লেখ, প্রতিনিধিদল ২৮ মে বাংলাদেশে আগমন করে। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন সামরিক-অসামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধিদলের আগামী ৩০ মে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।