পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ স¤পাদক মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম, পিপিএম (বার) গাজীপুরের পুলিশ সুপার পদে রবিবার ফের যোগদান করেছেন।
গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মমিনুল ইসলাম জানান, নির্বাচন কমিশনের অনুমতি নিয়েই পুলিশ সুপার হারুন অর রশিদ রবিবার দুপুরে নিজ কর্মস্থল গাজীপুরে যোগদান করেছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় দফায় গাজীপুর সদর, শ্রীপুর ও কাপাসিয়ায় ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২১ এপ্রিল এই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছিল। নির্বাচন সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাহারের আদেশ তুলে নিয়ে স্বরাস্ট্র মন্ত্রনালয় তাকে ৩ মে গাজীপুরের পুলিশ সুপার পদে হিসেবে পুনর্বহাল করেন। পরবর্তীতে ৪ জুন কালিয়াকৈরের শ্রীফলতলী ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ফের তার যোগদান স্থগিত করেন। বৃহস্পতিবার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের নির্বাচন তিন মাসের জন্য উচ্চ আদালত স্থগিত করেন। এরপরই তিনি নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে রবিবার গাজীপুরের পুলিশ সুপার পদে ফের যোগদান করলেন।