ইরানের মধ্যপন্থী রক্ষণশীল নেতা আলি লারিজানি রোববার ভোরে ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি ১৭৩ ভোট পেয়েছেন। তার সংস্কারবাদী প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রেজা আরেফ ১০৩ ভোট পেয়েছেন। ভোট গ্রহণ রাষ্ট্রীয় বেতারে সরাসরি সম্প্রচারিত হয়। খবর বার্তা সংস্থা এএফপি’র। পার্রামেন্ট নির্বাচনের পর এই ভোট হল। এই নির্বাচনে সংস্কারবাদীরা ও মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যপন্থী মিত্ররা বড় ধরনের সাফল্য লাভ করেছেন। তবে পার্লামেন্টে স্পিকার নির্বাচিত করার মতো যথেষ্ট ভোট তারা পাননি।