লন্ডনে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ওপেন হার্ট সার্জারি। পাঁচ বছরে তার হৃদযন্ত্রে এটি দ্বিতীয় অস্ত্রোপচার। তার মেয়ে একথা জানান।৬৬ বছর বয়সী পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রায় এক সপ্তাহ সেখানে হাসপাতালে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এরপর তিনি দেশে ফিরে আসবেন।শরিফের অস্ত্রোপচারের ব্যাপারে বিস্তারিত কিছু বলা না হলেও টুইটারে দেয়া বিভিন্ন বার্তায় মরিয়ম নওয়াজ শরিফ জানান, তার বাবা বিভিন্ন জটিলতায় ভুগছেন।
শুক্রবার রাতে তিনি টুইটার বার্তায় বলেন, সাম্প্রতিক নির্দিষ্ট কিছু জটিলতার কারণে চিকিৎসকরা আরো অনেক পরীক্ষা-নিরীক্ষা করেন। স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর হৃদরোগ চিকিৎসক ও সার্জনদের একটি বিশেষজ্ঞ দল তার ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত দিয়েছেন।তিনি আরো জানান, সেখানে অপারেশনের পর সুস্থ হয়ে ওঠার জন্য তিনি এক সপ্তাহ হাসপাতালে থাকবেন। চিকিৎসকরা অনুমতি দেয়া মাত্রই ইনশা’আল্লাহ দেশে ফিরে আসবেন।
তার এ টুইটার বার্তার যারা সাড়া দিয়েছেন তাদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রয়েছেন। তিনি নওয়াজ শরিফের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।
পাকিস্তানের সরকারি এক সিনিয়র কর্মকর্তা এএফপিকে বলেন, প্রধানমন্ত্রীর সেরে উঠতে এক সপ্তাহের সামান্য বেশী সময় লাগতে পারে এবং সুস্থ হওয়ার পরপরই পাকিস্তানে ফিরে আসবেন।ওই কর্মকর্তা আরো জানান, শরিফ লন্ডনে তার চিকিৎসার যাবতীয় ব্যয় নিজেই বহন করবেন। এক্ষেত্রে তিনি সরকারি কোন সুযোগ সুবিধা নেবেন না।উল্লেখ্য, তথাকথিত পানামা পেপার্সের তালিকায় তার নাম থাকার পর থেকেই তিনি অনেক চাপের মুখে ছিলেন।