ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) বার্ন ইউনিটের প্লাস্টিক সার্জারী বিভাগে চিকিৎসাধীন চিংরুং ¤্রােকে দেখতে যান।এ সময় তিনি শিশুটি’র শয্যা পাশে কিছু সময় বসে থেকে শিশুটির মাথায় পরম স্নেহে হাত-বুলিয়ে দেন এবং তার মা-বাবার সাথেও সান্তনামূলক কথা-বার্তা বলেন।
ডিএমসিএইচ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী ওবায়দুল কাদের ওই শিশুর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সংগেও তার (চিংরুং) চিকিৎসার ব্যাপারে আলোচনা করেন। আলোচনাকালে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা মন্ত্রীকে জানান, দেশেই চোখে বড়-আকারের টিউমার জনিত রোগে আক্রান্ত চিংরুং ¤্রাে’র সুচিকিৎসা এ দেশেই সম্ভব।এ কথা জানার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মন্ত্রী তাৎক্ষণিকভাবে ¤্রাে শিশুর পুরো চিকিৎসার ব্যয়ভার বহনে তার সিদ্ধান্তের কথা জানিয়ে মেডিক্যাল বোর্ডকে চিংরুং’র সুচিকিৎসা করার আহবান জানান।

চিম্বুক পাহাড়ের টংকাবতির বাগানপাড়া থেকে চিকিৎসার জন্য মন্ত্রী নিজেই শিশুটিকে তার বাবা-মা’সহ ঢাকায় এনে ডিএমসিএইচ-এ ভর্তি করিয়েছেন। স্যোসাল মিডিয়া ফেস বুকে’র বদৌলতে ¤্রাে-দম্পতি সিংরা ¤্রাে ও পাইং পাউ ¤্রাে’র আদরের ধন চিংরুং ¤্রাে তার চিকিৎসার জন্য মন্ত্রী ওবায়দুল কাদেরের সহানুভূতি পেয়েছেন।¤্রাে শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন নিউরোসার্জন ডা. রাজিউল হক, নাক কান গলা বিভাগের ডা. আবু ইউসুফ ফকির, প্লাস্টিক সার্জারি বিভাগের ডা. আবুল কালাম আজাদ।