শ্রীলংকায় বন্যা ও ভূমিধসে দুর্গতদের সাহায্যার্থে দেশটিতে ওষুধ সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শ্রীলংকার অনুরোধের প্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওষুধ প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার ওষুধের প্রথম চালান পাঠানোর কথা রয়েছে।
ওষুধ প্রশাসন অধিদপ্তর, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডসহ ওষুধ শিল্প মালিক সমিতির সহায়তায় খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ডায়ারিয়া ও পেটের পীড়ার ওষুধসহ বন্যাজনিত বিভিন্ন রোগের প্রতিষেধক সাহায্য হিসেবে পাঠানো হচ্ছে।উল্লেখ্য, গত কয়েক দিনের বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১০১-এ দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। দ্য ডিজেস্টার ম্যানেজমেন্ট সেন্টার (ডিএমসি) জানিয়েছে, গত এক সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া কেন্দ্রীয় কেগালে জেলার আরো একশ জন এখনো নিখোঁজ রয়েছে।
ওই এলাকার সেনা কর্মকর্তারা জানিয়েছেন,নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে ভূমিধসের কারণে অনেকেই চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই।গত সোমবার থেকে বিভিন্ন স্থানে বন্যার পানি কমতে শুরু করায় অনেকেই নিজেদের বাড়ি-ঘরে ফিরে আসতে শুরু করেছেন। বন্যার কারণে প্রায় সাড়ে ৬ লাখ বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। তবে সেখানকার জনগোষ্ঠীগুলোতে পানিবাহিত রোগের মাত্রা তীব্র আকার ধারণ করেছে।