আবদুল্লাহ আল নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, পুলিশ দিয়ে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না। সরকারের বিরুদ্ধে জনরোষ যেভাবে বাড়ছে, পুলিশ দিয়ে তাদের শেষ রক্ষা হবে না।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঘুরে দাঁড়াও বাংলাদেশ নামের একটি সংগঠন।সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, কৃষক দলের শাহাজাহান মিয়া সম্রাট প্রমুখ।আবদুল্লাহ আল নোমান বলেন, যতদিন যাচ্ছে এই সরকারের নোংরা রাজনীতি সম্পর্কে জনগণ ততই স্পষ্ট ধারণা লাভ করছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে যে ওয়ারেন্ট কার্যক্রম শুরু হয়েছে, তা একদিন শেষ হবে।

তিনি বলেন, ওয়ারেন্ট দিয়ে জনগণের মনে খালেদা জিয়া সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে লাভ হবে না। পুলিশ দিয়ে সরকার তাদের রক্ষা করতে পারবে না।ক্ষমতাসীনদের ফ্যাসিস্ট আখ্যা দিয়ে নোমান বলেন, ফ্যাসিস্টদের পতন কখনও গণতান্ত্রিক পন্থায় হয় না। জনরোষেই ফ্যাসিস্ট এই সরকারের পতন ঘটবে।স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।