গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিন- ড. জাফরুল্লাহ

গুম হওয়া ব্যক্তিদের রোজার আগেই পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী।বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অনুরোধ জানান। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা এই মানববন্ধনের আয়োজন করে। জাফরুল্লাহ বলেন, প্রধানমন্ত্রী, আপনি নিজেও স্বজনদের হারিয়েছেন। স্বজন হারানোর বেদনা আপনি বোঝেন। তাই আপনার কাছে অনুরোধ- রোজার আগেই গুম হওয়া ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন।

দু’বছর পার হলেও গুম ব্যক্তিদের কোনো সন্ধান পায়নি পরিবারের সদস্যরা। এই পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রীকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ।তিনি বলেন, সুশাসনের অভাবে দেশে গুম-খুন বেড়ে গেছে। প্রশাসনের জবাবদিহিতা থাকলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমন নাজুক অবস্থা হতো না।সাদা পোশাকে পুলিশ কোনো ব্যক্তিকে গেপ্তার করতে পারবে না সম্প্রতি আদালতের এমন রায় প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, অবিলম্বে এই যুগান্তকারী রায় বাস্তবায়ন করা হোক।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন- মানবাধিকার সমিতির সভাপতি মঞ্জুরুল হোসেন ঈসা, মুক্তি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ফয়জুর হাকিম লালা এবং বিভিন্ন সময়ে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা।