জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সাথে আবারো আলোচনার আহবান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়া সফরকালে তিনি এ আহবান জানান। আর তার এই সফরের মধ্যদিয়ে নিজ দেশের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তার অংশ নেয়ার গুজব জোরদার হয়েছে।দেশের দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপে শান্তি ও নিরাপত্তা ফোরামে বান বলেন, আমাদেরকে অবশ্যই আবারো সংলাপের পথ খুঁজে বের করতে হবে।পিয়ংইয়ং গত জানুয়ারিতে তাদের চতুর্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকেই উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে।

তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনের লক্ষ্যে বারবার সামরিক আলোচনার প্রস্তাব দিলেও দক্ষিণ কোরিয়া এটিকে পিয়ংইয়ংয়ের এক ধরনের অপপ্রচার হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দেয়।দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইয়ের বর্তমান প্রশাসন এ ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ যে, উত্তর কোরিয়া তাদের দেয়া পরমাণু নিরস্ত্রিকরণের প্রতিশ্রুতি পালন করলেই কেবলমাত্র আন্তঃকোরীয় আলোচনা শুরু করা যেতে পারে।