ঢাকা মহানগর পুলিশ কমিশনার মহোদয় কর্তৃক ঘোষিত ঢাকা মহানগরকে অজ্ঞান ও মলম পার্টি, অবৈধ মাদক ও অস্ত্র পেশাদার খুনী, সন্ত্রাসী, চাঁদাবাজ মুক্ত করণের লক্ষে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩/০৫/২০১৬ তারিখ ১৮.৩০ টায় হালুয়াসহ কোতয়ালী থানাধীন সদরঘাট লঞ্চ টার্মিনাল এর ভিআইপি গেইটের সামনে পাকা রাস্তার উপর হতে অজ্ঞান পার্টির আন্তঃজেলা নেতাসহ ০৬ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো অজ্ঞান পার্টির আন্তঃজেলা নেতা ১। মোঃ হাসান চৌধূরী @ডন (৫২) সহ ২। মোঃ মিঠু বেপারী @ মিঠু (৩৮), ৩। মোঃ সেলিম @ লতিফ (৪৮) ৪। মোঃ কুদ্দুস মোল্লা @ সজিব (৩১), ৫। আবুল কাশেম (৩৪) ও ৬। মোঃ শহীদুল ইসলাম @ নজরুল (৫৫)। আটককৃত অজ্ঞান পার্টির সদস্যদের নিকট হতে ০৪(চার) টি চেতনা নাশক হালুয়ার কৌটা, ০২(দুই) টি হলুদ রংয়ের বক্স প্রত্যেকটিতে ১৫(পনের) পিস জিরো ক্যালরি লেখা ট্যাবলেট ও ০১(এক) পাতা চেতনা নাশক নকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা নিরীহ মানুষকে অজ্ঞান করতঃ তাদের টাকা পয়সা ও সঙ্গে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার জন্য প্রস্তুতিসহ অবস্থান করছিল। উল্লেখিত আসামীরা সদরঘাট লঞ্চ টার্মিনাল হতে দেশের দক্ষিন অঞ্চলগামী লঞ্চগুলোতে যাত্রীবেশে এবং মহাখালী হইতে টঙ্গী- গাজীপুর- ময়মনসিংহ-টাঙ্গাইল রুটে, গাবতলী হতে সাভার- আশুলিয়া- চান্দুরা- মানিকগঞ্জ রুটে; যাত্রাবাড়ী, সায়েদাবাদ হইতে মাওয়া- চিটাগাং রোড- নারায়ণগঞ্জ রুটে ক্যানভাসার বেশে এবং সাধারণ যাত্রী বেশে চলন্ত বাসে উঠে যাত্রীদেরকে টার্গেট করে বিভিন্ন ছলে বলে কৌশলে নেশা জাতীয় হালুয়া খেয়ে অচেতন/অজ্ঞান করে তাদের দলীয় অন্যান্য সদস্যরা সর্বস্ব কেড়ে নিয়ে কৌশলে বাস হতে নেমে পড়ে।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার জনাব মোঃ আব্দুল বাতেন পিপিএম এর নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (পূর্ব) জনাব মোঃ মাহবুব আলম, পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার (পূর্ব) জনাব মোঃ মোখলেছুর রহমান পিপিএম এর তত্ত্ব¡াবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ¯িœগ্ধ আখতার সাহেবের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।