মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহে জাপানের হিরোশিমা সফরকালে সেখানে আণবিক বোমা ফেলার জন্য ক্ষমা চাইবেন না। তিনি জাপানের টেলিভিশন এনএইচকে’কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।হিরোশিমায় বক্তৃতা দেয়ার সময় ওবামা ক্ষমা চাইবেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, না,কারণ আমি মনে করি যুদ্ধের মাঝে নেতৃবৃন্দের সব ধরণের সিদ্ধান্তের স্বীকৃতি দেয়া গুররুত্বপূর্ণ।তিনি বলেন, প্রশ্ন করা ও সেগুলোর বিচার বিশ্লেষণ করা ইতিহাসবিদদের কাজ। তবে আমি সাড়ে সাত বছর এই আসনে বসে যেটা অনুভব করি তা হল, প্রত্যেক নেতার বিশেষত যুদ্ধের সময় প্রত্যেক নেতা খুবই কঠিন সিদ্ধান্ত নেন।
ওবামা প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হিরোশিমা সফর করবেন। ১৯৪৫ সালের ৬ আগস্ট এখানে প্রথম আণবিক বোমা ফেলা হয়। এতে মোট এক লাখ ৪০ হাজার লোক নিহত হয়।
এর কয়েক দিন পর জাপানের দক্ষিণাঞ্চলের নাগাসাকিতে দ্বিতীয় আণবিক বোমা ফেলা হয় এবং এতে ৭৪ হাজার লোক নিহত হয়।