দশমিনায় ধরা পরেছে সামদ্রিক বিরল জাতে মাছ ॥

পটুয়াখালীর দশমিনায় বিশাল আকৃতির একটি ডলপিন মাছ শিকার করা হয়েছে। জানা যায়, দশমিনার কালাইয়া – দশমিনা সংযোগ খালে নেহালগঞ্জ জোড়াপুল এলাকায় আজ সোমবার ভোরে নাসির সরদারের ধর্ম জালে প্রায় ৯ ফুট লম্বা সাড়ে ৯ মন ওজনের ডলপিন আটকা পড়ে। সকাল ৮ টার দিকে মাছটি উপজেলা সদরে আনলে স্থানীয় হাজার হাজার জনতা এক নজর দেখার জন্য ভীর করে। উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, বন্যার পানিতে ¯্রােতের কারনে ডলপিন মাছটি সাধারনত পথ ভুল করে খালে ডুকে জালে আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন মিলে মাছটি পিটিয়ে মেরে ফেলে। তিনি আরও বলেন, মাছটি যাতে দুর্গন্ধ বা ব্যকটেরিয়া না ছড়াতে পারে সে জন্য উপজেলা নির্বাহী অফিসার মো: আজহারুল ইসলাম মাছটি মাটিতে পুতে ফেলার নির্দেশ দিয়েছেন।