২০১৮ সালের মধ্যে দেশের সড়ক ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের সকল সড়ক ব্যবস্থা বৈপ্লবিক পরিবর্তন হবে। লাকসাম হয়ে সোনাপুর, সোনাগাজী হয়ে জোরালগঞ্জ সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ সড়কের কাজ শেষ হয়ে সোনাপুর থেকে জোরালগঞ্জ সড়কে চট্টগ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক কম সময় লাগবে। যোগাযোগ ব্যবস্থার কারণে এ এলাকার অর্থনৈতিক অবস্থা অনেক পরিবর্তন ঘটবে। আজ দূর্গত এলাকায় আসতে অনেক কম সময় লাগছে। এক সময় দিয়ারা বালুয়া গুচ্ছগ্রামা আসতে আমার অনেক সময় লাগতো, সড়ক যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকার কারণে। এ সরকার সড়ক যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি করেছে।

মন্ত্রী রোববার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম, চরএলাহী ইউনিয়নের চরএলাহী বাজার ও গাংচিল গ্রামে “রোয়ানু”র আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় ৫ হাজার পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরণকালে এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম সর্দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, চেয়ারম্যান আবদুর রাজ্জাক, নজরুল ইসলাম শাহীন, জামাল উদ্দিন লিটন, মোজাম্মেল হোসেন কামরুল প্রমূখ।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষনিক মনিটরিং করাতে ঘূর্ণিঝড় “রোয়ানু”র আঘাতে ক্ষয়ক্ষতির পরিমান কম হয়েছে। প্রধান মন্ত্রীর নির্দেশে ব্যপক প্রস্তুতি থাকা ও পূর্ব সর্তকতা মূলক ব্যবস্থা কারণে ঘূর্ণিঝড় “রোয়ানু”র আঘাত হানলেও লোকজনকে নিরাপদ আশ্রয়ে এনে তা মোকাবেলা করা সম্ভব হয়েছে। আমি ত্রাণ বিতরণের পূর্বে দূর্গত এলাকার থেকে পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা বলে ক্ষয়ক্ষতির বিবরণ জানিয়েছি। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও সহযোগিতা করা হবে।

মন্ত্রী বলেন, নদী ভাঙণ থেকে দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম বাজারকে ২কিলোমিটার সরে আনতে হবে। ভূমিহীন বাজরের আশপাশে সব ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে হেছে। চরফকিরা দিয়ারা বালুয়া গুচ্ছগ্রাম, চরএলাহী বাজার ও গাংচিল গ্রাম নদী গর্ভে বিলিন হয়ে সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দলমত নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত পরিবার ও দুর্গতদের পার্শ্বে দাঁড়ানোর পরামর্শ দেন।