তাসকিন ভক্তদের জন্য অনেকটা সুখবর। আন্তর্জাতিক ম্যাচে দ্রুত ফিরতে পারেন বাংলাদেশের পেসার। জাতীয় দলের বোলিং কোচ হিথ স্ট্রিকের পর্যবেক্ষণ তেমনটাই ইঙ্গিত দিচ্ছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাসকিনের বোলিংয়ে উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কোচ।
বিশ্বকাপের সময় বাংলাদেশের পেসার তাসকিনের বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। পরে পরীক্ষায় তার বাউন্সারে সমস্যা ধরা পড়ে। কিন্তু অন্য ডেলিভারিতে সমস্যা ধরা পড়ে না। তবুও তাকে আন্তর্জাতিক বোলিংয়ে নিষিদ্ধ করা হয়। তবে বোলিং শুধরানোর জন্য প্রিমিয়ার লিগে তাকে খেলতে দেয়া হয়।রূপগঞ্জের বিপক্ষের ম্যাচে তাসকিনের বোলিং ভিডিও করে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমানে আইপিএল-এ গুজরাট লায়ন্সের দায়িত্ব পালন করা বোলিং কোচ হিথ স্ট্রিকের কাছে সেই ভিডিও পাঠানো হয়।স্ট্রিক ভিডিও পর্যবেক্ষণ করে জানিয়েছেন যে তাসকিন বোলিংয়ে কিছুটা উন্নতি করেছেন। তবে মাঠে তার আরো অনুশীলন করা দরকার। বাংলাদেশ জাতীয় দলের কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, তাসকিন বোলিংয়ে কিছুটা উন্নতি করেছে। বিশ্বকাপের সময় যেভাবে বল করেছেন, তার তুলনায় এখন আরো ভালোভাবে বল করছেন। তার পুনর্বাসন প্রোগ্রাম আরো চালিয়ে নিতে হবে, যাতে করে দ্রুতই সে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারে।