গাজীপুরে এসে ফরাসি রাষ্ট্রদূত সোফি ওব্র্ট বলেছেন, শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ দারুণ অগ্রগতি করেছে। এখানে এসে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমি আশাকরি প্রাথমিক শিক্ষায় আরও অধিক সংখ্যক শিক্ষার্থীদের অন্তর্ভূক্ত করা সম্ভব হবে। উন্নয়ন সহযোগী হিসেবে আমরা বাংলাদেশের পাশে আছি, থাকব।শিশুদের পুষ্টি উন্নয়ন নিশ্চিত করতে গাজীপুরের ৬টি প্রাথমিক বিদ্যালয়ের আড়াই হাজার শিশু শিক্ষার্থীকে “স্কুল ফিডিং প্রোগ্রাম” কর্মসুচীর আওতায় এক বছর ডিম খাওয়াবে প্যারাগন গ্রুপ। একই সাথে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সুবিধা দেওয়া হবে। শনিবার গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি ওব্র্ট ।
প্যারাগন দাতব্য সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মোফাজ্জল হোসেন, এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক ড. ফা. হ. আনসারী, এসিআই লিমিটেডের মার্কেটিং ম্যানেজার পিয়ার সিমনেট ।
প্যারাগনের স্কুল ফিডিং প্রোগ্রামের অন্তর্ভূক্ত বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগারচালা আদর্শ বিদ্যাপীঠ, আবাবিল একাডেমী এবং শিশুকানন বিদ্যা নিকেতন এর শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ফ্রান্স-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের প্রতিনিধিবৃন্দ, পোল্ট্রি শিল্প উদ্যোক্তা, এনিমেল হেলথ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীসহ প্রায় ১২শত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বানিয়ারচালা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. রফিকুল ইসলাম।