রক মেটাল গানের জন্য বিশ্বজুড়ে পরিচিত ফোক ব্যান্ড ইলুভেইটি। অন্যসব দল থেকে এই ব্যান্ডটির বিশেষত্ব হলো তারা মেটালের সঙ্গে লোক সংগীতের অনুষঙ্গ জুড়ে দিয়ে চমৎকার এক ব্যঞ্জনায় শ্রোতাদের মুগ্ধ করতে জানেন। সুইজারল্যান্ডের এই গানের দলটির জনপ্রিয়তা আছে বাংলাদেশেও। সেই ভাবনা থেকেই গ্রিন ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রথমবারের মত বাংলাদেশে নিয়ে আসছে ইলুভেইটিকে।আগামী ২৬ মে, রাজধানীতে অনুষ্ঠিত হবে ইলুভেইটির একক কনসার্টে। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হবে জনপ্রিয় ব্যান্ডদল ইলুভেইটির একক কনসার্ট। সুইজারল্যান্ডের জনপ্রিয় এই ব্যান্ডদলটিকে বাংলাদেশে আনছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গ্রিন।
আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানা যায়, কনসার্টটি উপভোগ করতে শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র শুক্রবার দিনটিতে দেয়া হয়েছে টিকিটের উপর আকর্ষণীয় মূল্যহ্রাস। গ্রিন ইভেন্ট ম্যানেজমেন্ট সূত্র জানায়, ‘শুধুমাত্র শুক্রবার (২০ মে) ছাত্র-ছাত্রীদের জন্য সকল প্রকার টিকিট হ্রাসকৃত মূল্যে বিক্রয় হবে। অফারটি পাওয়া যাবে গ্রিনের অফিস, ticketchai.com অফিস, ফরচুন ফ্রাইড চিকেন (এফএফসি) এবং ফ্যাশন হাউজ দেশাল এর আউটলেটগুলোতে।’
শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে আগামীকাল হ্রাসকৃতমূল্যে ৮ হাজার টাকার টিকিট ৬ হাজার হাজার টাকায় এবং ৩ হাজার ৭০০ টাকার টিকিট ২ হাজার ৭০০ টাকায় ক্রয় করতে পারবেন তাদের স্টুডেন্ট আইডি দেখিয়ে।’
অফারটি শুধুমাত্র শুক্রবারের জন্য প্রযোজ্য। অফারের টিকিট নিজে এসে নিয়ে যেতে হবে। অনলাইন বুকিং অফারের আওতাভুক্ত নয় বলেও জানায় গ্রিন ইভেন কর্তৃপক্ষ।
এদিকে ব্যান্ড ‘ইলুভেইটি’র অফিশিয়াল ওয়েবসাইটেও (eluveitie.ch) নিশ্চিত করা হয়েছে বাংলাদেশে আসার খবর। তাদের ফেসবুক পেজেও ছবি আপলোড করে জানানো হয়েছে প্রথমবারের মতো বাংলাদেশে আসার খবর।