asaduzzaman_1

নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে জরুরি ভিত্তিতে পুলিশের মানসিকতা পরিবর্তন করতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া৷তার মতে, নারীর প্রতি সহিংসতার ঘটনায় মাত্র ৫ ভাগ অভিযোগ পুলিশের কাছে আসে৷ বাকি অভিযোগগুলো আলোর মুখ দেখে না৷

এ অবস্থার পরিবর্তনে পুলিশকেই মানসিকতা পরিবর্তন করতে হবে বলে মনে করেন কমিশনার৷বুধবার সকালে রাজধানীর তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নারী ও কন্যাশিশু নির্যাতন\’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷আছাদুজ্জামান মিয়া বলেন, অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে নারীর সুরক্ষা আইন খুবই মজবুত৷ কিন্তু এ আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না৷তার মতে, ভিকটিমদের রক্ষায় কেবল আইনের দিক দেখলেই চলবে না৷ মানবিক দিক বিবেচনা করতে হবে৷ডিএমপি কমিশনার বলেন, ইদানিং ধর্মীয়, সামাজিক, নৈতিক ও নাগরিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে৷ একারণে কেবল নারীর প্রতি সহিংসতাই বাড়ছে না, সমাজে নানা সমস্যার প্রকট আকার ধারণ করেছে৷

মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন ডিএমপির যুগ্ম-কমিশনার কৃষ্ণপদ রায়, উইমেন সার্পোট অ্যান্ড ইনভেস্টিগেশনের উপকমিশনার ফরিদা ইয়াসমিন, মহিলা পরিষদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মাসুদা রেহেনা বেগম প্রমুখ৷