Khaledaনাশকতার দুই মামলায় খালেদার বিরুদ্ধে চার্জশিটঢাকা,১১মে,ফোকাস বাংলা নিউজ:দারুস সালাম থানার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ৷দুই অভিযোগপত্রেই খালেদাকে হুকুমের আসামি করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে৷বুধবার দারুস সালাম থানার এস আই মো. শহীদুর রহমান ফৌজদারি দণ্ডবিধির এক মামলায় এবং এস আই আব্দুর রাজ্জাক বিশেষ ক্ষমতা আইনের মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দুটি জমা দেন৷ বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ২৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ৷ গত ৩০ এপ্রিল এই অভিযোগপত্র দেওয়া হলেও বিষয়টি বুধবার জানা গেছে৷

পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন জানান, একটি মামলায় আসামি করা হয়েছে ২৪ জনকে; অন্য মামলায় আসামির সংখ্যা ২৭৷ এক মামলার ২৪ আসামির সবাইকে দ্বিতীয় মামলাতেও আসামি করা হয়েছে৷নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে গতবছরের শুরুতে টানা তিন মাসের অবরোধ-হরতালের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসে এই দুটি মামলা করে পুলিশ৷২০১৫ সালের ৩ মার্চ গাবতলী বাসস্ট্যান্ডের কাছে একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় একটি মামলা হয়৷অন্যটি দায়ের করা হয় গত বছরের ৪ ফেব্রুয়ারি মিরপুর শাহআলী মাজারের পাশে কাঁচাবাজারে হাতবেমা বিস্ফোরণ ও আগুন লাগানোর অভিযোগে৷

আদালত সূত্রে জানা গেছে, এই মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন৷ ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক গত ৯ মে অভিযোগপত্রটিতে স্বাক্ষর করেছেন৷ এ মামলায় সাক্ষী করা হয়েছে ১৩ জনকে৷২০১৫ সালের ৩ মার্চ দারুস সালাম থানাধীন গাবতলী বাস টার্মিনালের দক্ষিণ পাশের বাইপাস সড়কের গ্রেটওয়ালের মাঠে বাসে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়৷ এই ঘটনায় দারুস সালাম থানার এসআই শাহ আলম বাদী হয়ে মামলা করেন৷

মামলার নথিপত্রে দেখা গেছে,এ মামলার এজাহারে খালেদা জিয়ার নাম উল্লেখ ছিল না৷ তবে অভিযোগপত্রে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ইন্ধনে আসামিরা বাসে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়৷ মামলার অপর উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপি নেতা আমানউল্লাহ আমান, হাবিব উন নবী খান সোহেল, মীর শরাফত আলী, সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল ও বিএনপির ছাত্র-বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ৷মামলার সাক্ষী লুত্‍ফুর রহমান তাঁর জবানবন্দিতে বলেছেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে বিএনপি দেশব্যাপী অবরোধ ও হরতাল কর্মসূচি ডাক দেয়৷ এই কর্মসূচি চলাকালে খালেদা জিয়াসহ ওপরে নাম উল্লেখিত সাত আসামির ইন্ধনে অপর আসামিরা ওই বাসে আগুন ধরিয়ে দেয়৷