গত ২৩ এপ্রিল রাতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে বাগাট বাজারে নির্বাচনী সহিংসতায় আওয়ামী প্রার্থীর ভাই আতিয়ার রহমান নিহত হওয়ার ঘটনায় মধুখালী থানায় দায়েরকৃত মামলায় (মামলা নম্বর ১৯ তারিখ ২৫-০৪-২০১৬) জামিন পেলেন মধুখালী পৌর বিএনপি সভাপতি ও মধুখালী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ সতেজসহ ৭ জন।
মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ সতেজসহ ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩/৪ শ’ অজ্ঞাতনামাকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। বিচারপতি ইনায়েতুর রহীম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আজ আসামীদের ৮ দিনের জামিন দেন। মহামান্য হাইকোর্ট আসামীদের আগামী ১০-০৫-২০১৬ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পন করার নির্দেশ প্রদান করে। মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. বাবু নিতাই রায় চৌধুরী।