01গত ২৩ এপ্রিল রাতে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে বাগাট বাজারে নির্বাচনী সহিংসতায় আওয়ামী প্রার্থীর ভাই আতিয়ার রহমান নিহত হওয়ার ঘটনায় মধুখালী থানায় দায়েরকৃত মামলায় (মামলা নম্বর ১৯ তারিখ ২৫-০৪-২০১৬) জামিন পেলেন মধুখালী পৌর বিএনপি সভাপতি ও মধুখালী ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ সতেজসহ ৭ জন।
মামলায় শাহাবুদ্দিন আহম্মেদ সতেজসহ ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ৩/৪ শ’ অজ্ঞাতনামাকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। বিচারপতি ইনায়েতুর রহীম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ আজ আসামীদের ৮ দিনের জামিন দেন। মহামান্য হাইকোর্ট আসামীদের আগামী ১০-০৫-২০১৬ তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পন করার নির্দেশ প্রদান করে। মামলায় আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাড. বাবু নিতাই রায় চৌধুরী।