মুশফিকের শতকের পরও মোহামেডানের হার

দারুণ এক শতকে মোহামেডানকে লড়াইয়ে রেখেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তার অধিনায়কোচিত ব্যাটিংও জেতাতে পারেনি দলকে। আব্দুল মজিদ, মুমিনুল হক ও নাদিফ চৌধুরীর তিন অর্ধশতকের ওপর ভর করে দুই উইকেটের জয় তুলে নিয়েছে ভিক্টোরিয়া।বৃহস্পতিবার বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৭ রান করে মোহামেডান।১৮তম ওভারে ৬২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়া মোহামেডানকে পথ দেখান মুশফিক। অভিজ্ঞ ফয়সাল হোসেনের সঙ্গে ১০১ রানের জুটিতে প্রতিরোধ গড়েন তিনি।

ফয়সালকে ফিরিয়ে ২০.৫ওভার স্থায়ী পঞ্চম উইকেট জুটি ভাঙেন সোহরাওয়ার্দী শুভ। এরপর বেশিক্ষণ টিকেননি মুশফিকও। শতরানে পৌঁছে ভিক্টোরিয়ার শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গা ডি সিলভার বলে নাদিফকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।১০৮ বলে খেলা মুশফিকের ১০৪ রানের ইনিংসটি ৫টি ছক্কা ও চারটি চার সমৃদ্ধ। শেষের দিতে আরিফুল ইসলামের দায়িত্বশীল ব্যাটিংয়ে আড়াইশ’ রানের কাছাকাছি পৌঁছায় মোহামেডানের সংগ্রহ।২৯ রানে চার উইকেট নিয়ে ভিক্টোরিয়ার সেরা বোলার সোহরাওয়ার্দী।

জবাবে আট বল বাকি থাকতেই আট উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া।দ্বিতীয় উইকেটে মজিদের সঙ্গে মুমিনুলের ১১৪ রানের জুটি জয়ের ভিত পায় ভিক্টোরিয়া। মজিদকে ফিরিয়ে ২২ ওভার স্থায়ী জুটি ভাঙেন নাঈম ইসলাম। পরের ওভারে মুমিনুলকেও ফিরিয়ে দেন তিনি।৮০ বলে করা মজিদের ৫৫ রানের ইনিংসটি গড়া দুটি ছক্কা ও ছয়টি চারে। মুমিনুলের (৬৭) ৬৯ বলের ইনিংসটি সাজানো ৭টি চার ও একটি ছক্কায়।ডি সিলভার সঙ্গে ৬১ রানের আরেকটি ভালো জুটি গড়েন আগের ম্যাচে শতক করা আল আমিন জুনিয়র। তার ও নাদিফের দৃঢ়তায় এক সময়ে ভিক্টোরিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ২২০ রান।এক রানের মধ্যে আল আমিন, ধীমান ঘোষ, সোহরাওয়ার্দী ও এনামুল হককে ফিরিয়ে আশা জাগায় মোহামেডান। কিন্তু শেষরক্ষা হয়নি। নাদিফের অধিনায়কোচিত ব্যাটিংয়ে জয় নিয়েই মাঠ ছাড়ে ভিক্টোরিয়া।৫১ রানে অপরাজিত থাকা নাদিফের ৩৯ বলের দারুণ ইনিংসটিতে রয়েছে ৪টি ছক্কা ও তিনটি চার।ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে এটাই মোহাডোনের প্রথম হার। আগের ম্যাচে লেজেন্ডেস অব রূপগঞ্জের সঙ্গে টাই করা ভিক্টোরিয়া প্রথম জয়ের মুখ দেখলো।ম্যান অব দ্য ম্যাচ: মুশফিকুর রহিম।