Gazipur

গাজীপুরের শ্রীপুরে ইউপি নির্বাচনের দু’দিন আগে আওয়ামীলীগ নেতা এক ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আক্তার হোসেন খন্দকার (৫২)। তিনি শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এবং মার্তা এলাকার জাবেদ আলী খন্দকারের ছেলে। তিনি আগামী ২৩এপ্রিল অনুষ্ঠিতব্য শ্রীপুরের প্রহল্লাদপুর ইউনিয়ন পরিষদের ৯নম্বর ওয়ার্ড থেকে সদস্যপদ (মেম্বার) প্রার্থী ছিলেন।

শ্রীপুর মডেল থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, গাজীপুর সদর উপজেলার বাড়িয়া এলাকার এক আত্মীয়ের জানাযায় অংশ নেয়া ও প্রয়োজনীয় কাজ শেষে মঙ্গলবার দিবাগত রাতে মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল আক্তার হোসেন। পথে গাজীপুর সদর উপজেলার মারতা গ্রামের দক্ষিণ সীমান্তে বনকড়া এলাকায় পৌছলে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে তাকে এলোপাথারী কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। স্থানীয় কয়েকজনের সঙ্গে এলাকার আধিপত্য ও বৈদ্যুতিক খুটি স্থাপন নিয়ে বিরোধ ছিল আক্তার হোসেনের। এর জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

শ্রীপুর মডেল থানার ডিউটি অফিসার এ এস আই রফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি মোটর সাইকেল উদ্ধার করেছে।