laureaus

লিওনেল মেসির কাছে অধরাই থেকে গেল ‘লরিয়াস অ্যাওয়ার্ড’ পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো লরিয়াসের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কারটা জিতলেন নোভাক জোকোভিচ। তবে ভক্তদের একেবারে শূন্য হাতে যেতে দেননি আর্জেন্টিনা ও বার্সেলোনার ফুটবল সুপারস্টার মেসি। তিনি বছরের (২০১৫) সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন সেরেনা উইলিয়ামস। তৃতীয়বারের মতো এ সৌভাগ্য হলো তার। এদিকে আজীবন সম্মাননা পেয়েছেন সাবেক ফর্মুলা ওয়ান চালক নিকি লাউডা। জোকোভিচ ও সেরেনা দুজনই এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার জিতলেন।

২০০০ সাল থেকে চালু হয় ‘লরিয়াস অ্যাওয়ার্ড’। খেলার দুনিয়ায় অনেকে এটিকে ‘অস্কার’ বলেই জানে। এ অ্যাওয়ার্ড ১৭ বারের মতো দেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ফুটবলারই তা জেতেননি। অবশ্য বর্ষসেরা দল হিসেবে ফুটবলের ভাগে এই পুরস্কার বেশ কবার গেছে। গতবার বর্ষসেরা দল হয়েছিল জার্মানি। তবে এবার বর্ষসেরা দলের পুরস্কার জিতেছে নিউজিল্যান্ডের রাগবি দল।

সোমবার রাতে জার্মানির বার্লিনে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবারের লরিয়াস পদক জয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর জয়ীদের মধ্যে উপস্থিত তারকাদের হাতে পদক তুলে দেয়া হয়।