নতুন তেল শোধনাগার নির্মাণে পরামর্শক ভারতীয় প্রতিষ্ঠান

আরেকটি ইউনিট বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেল দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে নিমিতর্ব্য এ ইউনিটের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগ পেয়েছে ভারতের ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)। দেশের একমাত্র তেল শোধনাগার রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের নির্মাণে প্রকল্প পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে ভারতের সরকারি এক প্রকৌশল সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড (ইআইএল)।

চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারির কার্যালয়ে মঙ্গলবার পরামর্শক নিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মোসলেহ উদ্দিন ও ভারতের পক্ষে ইআইএল-এর নির্বাহী পরিচালক (মার্কেটিং) উপেন্দ্র মহেশ্বরী চুক্তিতে সই করেন।জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ভারতের জ্বালানি প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এসময় উপস্থিত ছিলেন।১১০ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের পরামর্শক হিসেব কাজ করবে ইআইএল।

তিন বছরের মধ্যে এই তেল শোধনাগারের নির্মাণকাজ শেষ হবে বলে অনুষ্ঠানে জানান নসরুল হামিদ।তিনি বলেন, ৩০ লাখ টন তেল শোধন ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটির নির্মাণকাজ শেষ হলে দেশের জ্বালানি চাহিদার ৭৬ শতাংশ পূরণ করা সম্ভব হবে।অনুষ্ঠানে জানানো হয়, পরামর্শক নিযোগের কারিগরী কমিটি পরামর্শক প্রতিষ্ঠান চেয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিলে মোট ১৬টি প্রতিষ্ঠান ইচ্ছাপত্র দাখিল করে।কারিগরি মূল্যায়নে ১৬টির মধ্যে সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত দরদাতা হিসেবে ইআইএলকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়।ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ১৫ লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতা নিয়ে ১৯৬৮ সালে যাত্রা শুরু করে।

চুক্তি সাক্ষর পরবর্তী সংবাদ সম্মেলনে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড একটি ইউনিট দিয়ে দেশের জ্বালানি চাহিদার এক চতুর্থাংশ পূরণ করছে। আরেকটি ইউনিট বাস্তবায়িত হলে দেশের মোট জ্বালানি চাহিদার ৭৬ শতাংশ পূরণ করা সম্ভব হবে। দেশের জ্বালানি সক্ষমতা ৩ মিলিয়ন টন বৃদ্ধি পাবে। ফলে বৈদশিক মুদ্রার সাশ্রয় হবে।তিনি বলেন, প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৫ হাজার কোটি টাকা বা ১ দশমিক ৭ বিলিয়ন ডলার। প্রকল্পকালীন সময়ে বিপিসির পক্ষে যাবতীয় কাজের দেখভাল করবে ইআইএল। এজন্য তারা পাবে ১০০ কোটি ৬২ লাখ টাকা। প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগবে ৩ বছর।

মন্ত্রী বলেন, তবে প্রকল্পটি কারা বাস্তবায়ন করবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে ফ্রান্সের একটি প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।তাদের সঙ্গে কথাবার্তা চলছে।চুক্তি সাক্ষর অনুষ্ঠান শেষে ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাংবাদিকদের বলেন, ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২ এর পরামর্শক হিসেবে ভারতীয় একটি প্রতিষ্ঠানকে নির্বাচিত করায় আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। ইআইএল পরামর্শক হিসেবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। আশ করছি এ প্রকল্প বাস্তবায়নে তারা আন্তরিকতার সঙ্গে সর্ব্বোচ সহযোগিতা করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভারতীয় হাইকমিশনার হার্স বর্ধন শ্রীংলা,সংসদ সদস্য আব্দুল লতিফ, ইআইএল ও বিপিসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।