তামিম ঝড়ে আবাহনীর বড় জয়

তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরির উপর ভর করে প্রস্তুতি ম্যাচে বড় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মঙ্গলবার ফতুল্লায় অনুষ্ঠিত ম্যাচে তারা ৭৫ রানে হারিয়েছে গতবারের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। এদিন আবাহনী আগে ব্যাট করে ৯ উইকেটে ৩২২ রান করে। জবাবে ৪৮.২ ওভারে ২৪৭ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক।

আগামী ২২ এপ্রিল থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। এ লিগকে সামনে রেখে দলগুলো তাদের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে শুরু করেছে প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার সকালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আবাহনী। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩২২ রান। এদিন তামিম ইকবাল ৯০ বল মোকাবেলা করে ১৩৯ রানের দায়িত্বশীল একটি ইনিংস দলকে উপহার দেন।তামিম এদিন তার ইনিংসটিকে ১৫টি বাউন্ডারি ও পাঁচটি বিশাল ছক্কা দিয়ে সাজান। তামিম ১৩৯ রান করা ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত ৭০ ও অভিষেক মিত্র ৩৪ রান করেন। প্রাইম ব্যংকের পক্ষে মনির হোসেন ৪৭ রানে ৩টি ও নাজমুল অপু ৬৩ রানে ২টি উইকেট পান।

শুরু থেকে সাড়ে ছয় রানের আস্কিং রান রেটকে তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। বিশেষ করে আবাহনীর তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের উইকেট টেকিং বোলিংয়ে ৪৮.২ ওভারে ২৪৭ রানে গুটিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নদের। এদিন প্রাইম ব্যাংকের পক্ষে মেহেদি মারুফ সর্বোচ্চ ৭২ ও ইয়াসির রাব্বি ৫৩ রান করেন। আবাহনীর জুবায়ের হোসেন লিখন ৬০ রানে ৪টি, সাকলায়েন সজীব ৩৪ রানে এবং মোসাদ্দেক সৈকত ৪০ রানে ১টি করে উইকেট পান।