ফেনীতে হেলে পড়েছে চারতলা ভবন

ফেনীতে ভূমিকম্পে একটি চারতলা ভবন পাশের ছয়তলা ভবনের উপর হেলে পড়েছে। বুধবার রাতের ভূমিকম্পে শহরের সুলতানপুর এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল আহম্মদের ‘চৌধুরী ভবন’ হেলে পড়ে। এছাড়া ভূমিকম্পে আতঙ্কিত এলাকাবাসী ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খোন্দকার সানাউল হক বলেন, রাত পৌনে ৮টার দিকে ভূমিকম্প হলে চৌধুরী ভবন হেলে পড়ে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের একাধিক দল ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল পরিদর্শন করে ওই ভবনটি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে বলে স্টেশন মাস্টার জানান।
হেলে পড়া ভবনটি সম্পকে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী আজিজুল হক বলেন, চারতলার অনুমতি নিয়ে ভবনটির চারতলার কার্নিশে কিছুটা অংশ বাড়িয়েছে এর মালিক। এছাড়া ওই ভবনের ছাদে একটি মোবাইল ফোন কোম্পানির টাওয়ার বসানোর কারণে চাপ বেড়ে যাওয়ায় ভূমিকম্পে হেলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ সুপার মো. রেজাউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, ভবনের স্থায়িত্ব ও ভূমিকম্প-পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণে যে কমিটি রয়েছে, তারা বৃহস্পতিবার তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ভবনটি বসবাসের অনুপযোগী হলে সিলগালা করে দেওয়া হবে।অপরদিকে, শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ সুপার মার্কেটের পাশে জামাল ব্রেড কোম্পানির বাড়ির একটি দেয়াল ভেঙে পড়েছে।