জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

আসন্ন বাজেট হবে অসাদু ব্যবসায়ীদের জন্য মূর্তিমান আতংক। অন্যদিকে আগামী বাজেটে বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকছে সৎ ব্যবসায়ীদের জন্য। এ কথা বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। বুধবার দুপুরে এনবিআরের সম্মেলন কক্ষে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায়ে তিনি এসব কথা বলেন।বাজেট প্রস্তাবনা সম্পর্কে তিনি বলেন, বড় স্বপ্ন থাকলে বড় কিছু বাস্তবায়ন সম্ভব। আগামী বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। সমন্বিত উদ্যোগ থাকলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আসন্ন বাজেটকে গ্রিন বাজেট উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে দেশের উন্নয়ন তথা বাজেট টওণয়ন করা এখন সময়ের দাবি। আমরা অভ্যন্তরীণ সম্পদের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে কাজ করতে যাচ্ছে।যারা বন্ড সুবিধার অপব্যবহার করে তারা জাতীয় শত্রু। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এনবিআর সদস্যরা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

পানামা পেপারস সম্পর্কে এনবিআর চেয়ারম্যান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ ব্যাপারে আমরা সক্রিয় আছি। দেশের স্বার্থে যা করা দরকার তাই করবো। প্রয়োজনে দুদক, সিআইডি, বাংলাদেশ ব্যাংকসহ সহযোগী প্রতিষ্ঠানগুলোর সাহায্য নেবে এনবিআর। আজকের প্রাক বাজেট আলোচনায় এনবিআরের সদস্য (ভ্যাট) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, সদস্য (আয়কর নীতি) ইকবাল পারভেজ, প্রাক-বাজেট সমন্বয়কারী আকবর হোসেন, ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।