অগ্নিকান্ড

গাজীপুরে দু’টি পৃথক অগ্নিকান্ডের ঘটনায় শনিবার দুইটি মার্কেটের ১৮টি দোকান ও একটি কলোনীর ১৫টি কক্ষ মালামালসহ পুড়ে গেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, গাজীপুর শহরের জয়দেবপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকার একটি মার্কেটের আনোয়ার হোসেনের তেলের দোকানে শনিবার সকালে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়। আগুনে বিভিন্ন মালামালসহ ওই মার্কেটের ৭টি দোকান পুড়ে গেছে ও ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়েছে।

এদিকে,গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় শনিবার ভোরে বৈদ্যুতিক খুটির সর্টসার্কিট থেকে ওই খুটি সংলগ্ন একটি মার্কেটে আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন ওই মার্কেটে ছড়িয়ে পড়ে এবং মার্কেটের ১১টি দোকান ও মালামাল পুড়ে যায়। এসময় আগুন মার্কেট সংলগ্ন কলোনীতেও ছড়িয়ে পড়ে। এতে ওই কলোনীর অন্তঃত ১৫টি বসত কক্ষ এবং কক্ষে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ মার্কেট ও কলোনীর মালিক জহিরুল ইসলাম জানিয়েছেন।