amu

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ভুয়া নির্দেশনার মাধ্যমে চুরি যাওয়া অর্থের পাঁচভাগের একভাগ এরই মধ্যে উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।গত ফেব্র“য়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশের গচ্ছিত অর্থের ১০ কোটি ডলার হ্যাকিংয়ের মাধ্যমে ফিলিপিন্স ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে পাঠানো হয়।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির যে বৈঠকে শিল্পমন্ত্রী আমু সভাপতিত্ব করেন, তাতে গভর্নর ফজলে কবিরও ছিলেন। সন্দেহ হওয়ার কারণে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার সঙ্গে সঙ্গে আটকে যায়। অন্যদিকে ফিলিপিন্সে যাওয়া আট কোটি ১০ লাখ ডলারের অধিকাংশ ক্যাসিনো হয়ে অন্য দেশে পাচার হয়ে যায়।তবে যারা ওই অর্থ নিয়ে জুয়া খেলেছিলেন, তাদের কাছে পাওয়া অর্থের একটি অংশ ক্যাসিনোর অপারেটর কিম অং ফিলিপিন্সের মুদ্রা পাচার প্রতিরোধ কর্তৃপক্ষের (এএমএলসি) কাছে ফেরত দিয়েছেন।মুদ্রা পাচারের বিশ্বজুড়ে আলোচিত এই ঘটনা নিয়ে গত কয়েকদিনে ফিলিপিন্সের সিনেট কমিটির শুনানিতে বাংলাদেশের কিছু অর্থ উদ্ধারের খবর বের হলেও সরকারের পক্ষ থেকে এই প্রথম অর্থের অঙ্কের ধারণা দেওয়া হল।আমু সাংবাদিকদের বলেন, তিনি (গভর্নর) আমাদের জানিয়েছেন যে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে টাকা চলে গিয়েছে, তার পাঁচ ভাগের একভাগ অর্থ উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

বাকি অর্থ উদ্ধারের তৎপরতা চলছে এবং আরও কিছু পরিমাণ উদ্ধারের আশাও করছে কেন্দ্রীয় ব্যাংক; যদিও কিছু ক্যাসিনোতে চলে গেছে। চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের গুলির পাশাপাশি অন্যের ছররা গুলিতেও মানুষ মরেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তবে কোনো পুলিশ এ ঘটনায় জড়িত থাকলে তাদেরও বিচার হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে এস আলম গ্র“পের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে গুলির ঘটনা ঘটে। গত সোমবারের এ ঘটনায় চার ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে প্রশাসন। তবে গুলিতে হতাহতের সংখ্যা আরো বেশি বলে দাবি এলাকাবাসীর। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গণ্ডামারায় জমি অধিগ্রহণের প্রতিবাদে এ বিক্ষোভ হয়। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণের প্রতিবাদ জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। আমির হোসেন আমু বলেন, এ ঘটনায় অধিকতর তদন্ত হচ্ছে। পুলিশ সদস্যরা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অন্যের গুলিতে মরলে গ্রামবাসীদের নামে মামলা দেয়া হলো কেন? এ প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, যাই হোক, অধিকতর তদন্ত হচ্ছে। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে এই অন্যরা কারা সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি মন্ত্রী। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, বেসমারিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।